সাকিবদের হারিয়ে আসরে প্রথম জয় রংপুর রাইডার্সের

স্পোর্টস ডেস্ক :
নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স। অধরা সেই জয়ের এবার দেখা পেল বাংলাদেশের প্রতিনিধিরা। গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়ে আসরে প্রথমবার জয়ের স্বাদ পেলো নুরুল হাসান সোহানের দল।

গায়ানার প্রভিডেন্সে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ১০২ রান করে অলআউট হয়েছে গায়ানা।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে গায়ানা। স্লো উইকেটে রান করতে দুই দলের ব্যাটারদেরই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলি ও শিমরন হেটমায়ার দ্রুত ফিরলে পথ হারায় গায়ানা।

এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ব্যাটারদের আস-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছনে শাই হোপ। তবে ৪৪ বলে ৩৫ রানের ইনিংস দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।

রংপুরের হয়ে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছেন রাব্বি। তাছাড়া ১২ রানে ৩ উইকেট পেয়েছেন হারমিত সিং। আর একটি উইকেট পেয়েছেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান।

এর আগে ব্যাট করতে নেমে ২৭ রানে ৫ উইকেট হারায় রংপুর। টপ অর্ডার ব্যর্থতার দিনে দলের হাল ধরেন খুশদিল শাহ। এই পাকিস্তানি ব্যাটার ৪৭ বলে করেছেন ৫৮ রান। তার ফিফটিতে ভর করেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।

গায়নার হয়ে ১৫ রানে ৩ উইকেট পেয়েছেন প্রিটোরিয়াস। আর ২১ রানে ২ উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টার অসন্তোষ প্রকাশ
পরবর্তী নিবন্ধএজেন্ট ব্যাংকিংয়ে আমানত কমলো ৫৪৩ কোটি টাকা