ক্রীড়া ডেস্ক;
জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। বল হাতে অনেক ম্যাচই জিতিয়েছেন বাংলাদেশকে। তবে গেল কয়েক বছর ধরে লাল সবুজের জার্সিতে আর দেখা যায় না তাকে। তবে নিয়মিত চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট।
এরইমাঝে রুবেলের পরিবারের জন্য নেমে এসেছে খারাপ এক খবর। তার বড় ভাই সাগর হোসেন পুত্র বর্তমানে নিখোঁজ। বুধবার দিবাগত রাতে তামিম ইকবাল নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রচার করে সকলের সাহায্য প্রার্থনা করেছেন। সেখানে তিনি লিখেছেন
নিখোঁজ সংবাদ
নাম: তামিম হোসেন (বয়স ১৪)
বিজ্ঞাপন
জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের আপন বড় ভাইয়ের ছেলে সন্ধ্যা ৬টায় বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি খোজ বা তথ্য পান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
পিতা : সাগর হোসেন +880 1960-070413
একইভাবে নিজের ফেসবুক পোস্টে নিজের ভাইয়ের ছেলের সন্ধান চেয়েছেন পেসার রুবেল নিজেও। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ তামিমের সন্ধান এখনও মেলেনি।