কর্মচারীদের দাবি জানানো হবে মন্ত্রিপরিষদ সচিবকে, তারপর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

আলোচনার সুবিধার্থে কর্মসূচি স্থগিত করেছেন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সচিবদের সঙ্গে বৈঠক শেষে উভয়পক্ষ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, আমরা কয়েকজন সচিব বসে তাদের (আন্দোলনকারীদের) বক্তব্য শুনেছি। আসলে আমরা উভয়পক্ষই সরকারের কর্মচারী। সরকার একটা আইন করেছে। তারা এ বিষয়ে সংক্ষুব্ধ হয়েছে। আইনটি বাতিল চেয়েছে। আমরা তাদের বক্তব্যের সারাংশ আগামীকাল মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করবো। পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

তিনি বলেন, আলোচনার স্বার্থে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

এ সময় আন্দোলনকারীদের পক্ষে দুইজন কথা বলেন, তারাও আন্দোলনের স্থগিতের বিষয়ে সম্মত হয়েছেন বলে জানান।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচজন সচিব অংশ নেন। এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন।

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতার
পরবর্তী নিবন্ধনতুন ৩টি ডিপোজিট প্রোডাক্ট নিয়ে এলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক