ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে আজও বিক্ষোভ

নিউজ ডেস্ক:

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

এদিকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুই পাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

গত ২৭ মার্চ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথগ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।

বিক্ষোভকারীরা জানান, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা বুধবারও (১৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। একই দাবিতে আজ সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন তারা।

তাদের অভিযোগ, ২০২০ সালে তারা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলেন। কিন্তু ফল জালিয়াতি করে ইশরাককে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানান টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া বা শপথ পড়াচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকা পুরান ঢাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন চলছে
পরবর্তী নিবন্ধআন্দোলনে বন্ধ ঢাকার সড়ক, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী