আবুধাবির টি-টেন লিগে অবিক্রীত তামিম-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন লিগের নিলামে চার বাংলাদেশি ক্রিকেটার নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী দল পেলেও অবিক্রীত থেকে গেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটাররা।

টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৬ সেপ্টেম্বর)। শুরুতে নুরুল হাসান সোহান, এরপর মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স দলে ভেড়ায়। এর আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে যুক্ত করেছিল বাংলা টাইগার্স।

এ ছাড়া টিম আবুধাবিতে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ড্রাফটের শেষ সময়ে টাইগার পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে বর্তমান টি-টেনের চ্যাম্পিয়ন দল ডেকান গ্ল্যাডিয়েটরস।

এর আগে আবুধাবির এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন ও আফিফ হোসেন ধ্রুব খেলেছিলেন। এবার প্রথমবারের মতো খেলবেন সাকিব, মৃত্যুঞ্জয় ও সোহান। এদিকে মৃত্যুঞ্জয় ও সোহানদেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে খেলার সুযোগ পেলেন।

সোহানকে দলে ভেড়ানোর বিষয়ে বাংলা টাইগার্স জানায়, ‘নুরুল হাসান সোহান বাংলাদেশের সেরা উইকেটকিপার। সাকিবের অনুপস্থিতিতে সে বাংলাদেশ দলের অধিনায়ক। আমাদের দুজন ক্রিকেটারের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হতো। দূর্ভাগ্যবশত আমরা আফিফ হোসেনকে দলে নিতে পারিনি। সাম্প্রতিক সময়ে সোহানের হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য আমরা সোহানকে দলে নিয়েছি।’

৮ দলের অংশগ্রহণে এবারের আসর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী ২৩ নভেম্বর। আর ৬০ বলের টুর্নামেন্টটির ষষ্ঠ আসরের পর্দা নামবে আগামী ৪ ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধআলিয়ার সঙ্গে এক বিছানায় ঘুমাতে গিয়ে বিপাকে রণবীর কাপুর!
পরবর্তী নিবন্ধখাদ্য সংকট মোকাবিলায় ১৪ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা এডিবির