অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে জেনিথ লাইফের চেয়ারম্যান-সিইও’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি এবং কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

বুধবার (২০ মার্চ) অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সচিবালয়ের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি মো. আবদুর রহমান খান এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান।

শুভেচ্ছা বিনিময়কালে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান জেনিথ ইসলামী লাইফের কর্মকাণ্ড ও গ্রাহকসেবার বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনায় জেনিথ ইসলামী লাইফের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত বীমা দাবি পরিশোধে সন্তোষ প্রকাশ করেন।

একইসঙ্গে জেনিথ ইসলামী লাইফের উত্তরোত্তর সফলতা কামনা করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

পূর্ববর্তী নিবন্ধ১৭৩৫ কোটি টাকা ব্যয়ে তিন প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধজবি ছাত্রীর অভিযোগকে কাল্পনিক বললেন অভিযুক্ত শিক্ষক