রাজনীতি এখন গরিবের ভাবি : রাষ্ট্রপতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, রাজনীতি এখন গরিবের ভাউজ। গ্রামের ভাষায় ভাউজ হচ্ছে ভাবি। গরীবের বউ হচ্ছে সবার ভাবি। এখন রাজনীতিও তেমন। তাই রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসাদের প্রতিহত করতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, এখন যে কেউ চাইলেই রাজনীতিতে আসতে পারছে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, অবসরপ্রাপ্ত আইজি, ডিআইজি যে কেউ ৫৯, ৬৫ কিংবা তারও পরে রাজনীতিতে যেতে পারে। এছাড়া ব্যবসায়ীরা তো আছেই। কিন্তু অন্য পেশায় কেউ চাইলেই যেতে পারে না। রাজনীতি এখন গরিবের ভাউজ (ভাবি)।

আবদুল হামিদ বলেন, রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসা লোকদের প্রতিহত করতে হবে। রাজনীতিবিদদের বিষয়টি ভেবে দেখতে হবে। তবে হ্যাঁ বিশেষজ্ঞ দরকার আছে। সেটি ভিন্ন বিষয়। রাজনীতিতে আসতে হলে বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে প্রবেশের মতো তরুণ বয়সেই আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার গ্র্যাজুয়েটদের সংখ্যা ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট। যা ঢাবির ইতিহাসে সর্বাধিক। সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার চিকিৎসায় নতুন মেডিকেল বোর্ড
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে স্থানান্তর