নারী ও শিশু নির্যাতন বন্ধে ট্রাইব্যুনাল গঠনের দাবি

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নারী ও শিশু নির্যাতন বন্ধে ট্রাইব্যুনাল গঠন করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল) ও  সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সারা দেশে অব্যাহত নারী নির্যাতন বন্ধে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারী সেলের আহ্বায়ক নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতা মুক্তা বাড়ৈ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টা শামসুন নাহার জ্যোৎস্না, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মাকসুদা আক্তার লাইলী ও জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারহীনতার ফলে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের চিত্র বেড়ে চলছে। বিশেষ করে বগুড়ার মা ও মেয়ের ওপর নির্যাতন সমগ্র জাতিকে হতবাক-স্তম্ভিত করেছে। ক্ষমতাবানদের হাতে দেশের নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছে। বক্তারা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপন করে নির্যাতন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন
পরবর্তী নিবন্ধবীর প্রতীক তারামন বিবি অসুস্থ