‘BNANGLADESH’ বানান ভুল করায় বিসিবির দুঃখ প্রকাশ

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চলতি ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচের টিকিটে ‘বাংলাদেশ’ বানান ভুল করায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমে এ ভুল নিয়ে প্রিন্টিং মিসটেকের কথা বলেছিলেন ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা।

উল্লেখ্য, টিকিটে বাংলাদেশ বানান লেখা হয়েছিল ‘BNANGLADESH’।

বিসিবির এমন জ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, সারা দেশে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বেশি হচ্ছে।

এত বড় ভুল হওয়াটা বোর্ডের অপেশাদারিত্বই ফুটে উঠেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

দেরিতে হলেও ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়াও শুরু করেছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টিকিটে ‘BNANGLADESH’ বানান ভুল হওয়ার ব্যাপারটি নজরে এসেছে। ভুলের জন্য বোর্ড দুঃখ প্রকাশ করেছে। সব অবণ্টিত টিকিট প্রত্যাহার করে নেয়া হয়েছে। বানানও ঠিক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতামিমের সেঞ্চুরির আক্ষেপ
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ ২ যাত্রী আটক