তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ৩ ঘণ্টা পর পুনরুদ্ধার

পপুলার২৪নিউজ ডেস্ক:

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের হ্যাকড হওয়া ওয়েবসাইট ৩ ঘণ্টা পর পুনরুদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে মন্ত্রণালয়ের (www.ictd.gov.bd) এই ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে লেখা, হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।

আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য জানান।

‘লুলজসেক ইন্ডিয়া’ নামের ভারতীয় একটি হ্যাকার গ্রুপ এই দাবি করে।

রাহু নামের একজনের দখলে ওয়েবসাইটটি রয়েছে বলে হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিদের কোনো ক্ষমা নাই : কৃষিমন্ত্রী
পরবর্তী নিবন্ধনির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই ক্ষমতায় থাকবে: হানিফ