২ হাজার ভক্তকে জোর করে ‘খোজা’ করেছেন রাম রহিম!

পপুলার২৪নিউজ ডেস্ক :

দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে হরিয়ানার কারাগারে সাজা ভোগ করছেন ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রায় ২০০০ ভক্তকে তাদরে অজান্তেই ‘খোজা’করণের।

বছর দুয়েক আগে এ নিয়ে মামলাও শুরু হয়েছিল। এবার ওই মামলায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের জবানবন্দী রেকর্ড করল সিবিআই।
আদালতের বিশেষ অনুমতি নিয়ে বুধবার রোহতকের জেলে রাম রহিমের জবানবন্দী রেকর্ড করেন সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা।

সিরসায় ডেরার এক ভক্ত হংসরাজ চৌহান অভিযোগ করেন, গত ২০০০ সালে তাকে খোজা করা হয়েছিল। এর বছর দুয়েক পরে ২০১২-তে আদালতের দ্বারস্থ হন হংসরাজ। আদালতের কাছে একটি আবেদনে সে জন্য সিবিআই তদন্ত-সহ ক্ষতিপূরণের দাবি করেন তিনি। সিবিআইয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন।

হংসরাজের দাবি, রাম রহিম ভক্তদের বোঝাত যে খোজা হওয়ার মধ্যদিয়ে ভক্তদের ঈশ্বরের উপলব্ধি হবে। এভাবে ভুল বুঝিয়ে সেসময় ডেরার প্রায় ৪০০ ভক্তকে জোর করে খোজা করা হয়। হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের ভক্তদের তখন খোজা করা হয়েছিল।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে গত ২০১৫ সালের জানুয়ারিতে এ নিয়ে রাম রহিমের বিরুদ্ধে মামলা রুজু করে সিবিআই। রাম রহিমের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও একাধিক অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধইনস্টাগ্রামে সোহা কন্যা ইনায়া
পরবর্তী নিবন্ধনির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন : আইনমন্ত্রী