২৭২ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান

পপুলার২৪নিউজ ডেস্ক:

হারলেই হোয়াইটওয়াশ। এমন সমীকরণের ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ২৭২ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান। এ প্রতিবদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান। সাদাব খান ৫২ রান নিয়ে ব্যাট করছেন।

ওয়েলিংটনে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার গ্যাপটিল ও মুনরো। মাত্র ৫ ওভারে তুলেন ৫০ রান। তবে এরপরই সাজঘরে ফেরেন ২৪ বলে ৩৪ রান করা মুনরো। অধিনায়ক কেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ৪৯ রানের আরেকটি জুটি গড়েন গ্যাপটিল। তবে ২২ করে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন।

তৃতীয় উইকেটে টেলরকে সঙ্গে নিয়ে ১১২ রানের জুটি গড়েন গ্যাপটিল। দেখা পান ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তবে এরপর আর উইকেটে থাকা হয়নি এই ওপেনারের। রুম্মান রেসের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০০ রান। গ্যাপটিলের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি টেলর। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৯ রান। শেষ দিকে গ্র্যান্ডহোম ২৯ ও সাউদি ১৪ রান করলে ২৭১ রানের সংগ্রহ পায় কিউইরা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। তিন ব্যাটসম্যান ফখর জামান (১২), উমর আমিন (২) ও বাবর আজম (১০) ফেরেন ম্যাট হেনরির বলে। দ্রুত বিদায় নেন মোহাম্মদ হাফিজ (৬) ও সরফরাজও (৩)। ষষ্ঠ উইকেটে শাদাব খান ও হ্যারিস সোহেল ১০৫ রানের জুটি গড়ে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে ৬৩ রান করে হ্যারিস সোহেল সাজঘরে ফিরলে আবারও বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধসরকারপন্থী দুই প্যানেলের পদ ভাগাভাগি
পরবর্তী নিবন্ধআগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু