২৩৩ মেধাবী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

২০১৩ ও ২০১৪ সালে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্ত ২৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থী এ স্বর্ণপদক পেয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ইউজিসির সাবেক চেয়ারম্যানরা, ইউজিসির বর্তমান ও সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্তদের অভিভাবক এবং ইউজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসবার উপরে মুশফিকুর রহিম
পরবর্তী নিবন্ধঝালকাঠিতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার