১০ লক্ষ মুসলিম নারীর স্বাক্ষর তিন তালাকের বিরুদ্ধে ভারতে

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
ভারতে তিন তালাকের বিরুদ্ধে পিটিশনে স্বাক্ষর করলেন দেশটির ১০ লক্ষ মুসলিম নারীরা। তাদের মধ্যে অধিকাংশই দেশটির উত্তর প্রদেশের বলে দাবি করেছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। এই সংস্থার পক্ষ থেকেই পিটিশনটি দাখিল করা হয়েছে।

জানা গেছে, মুসলিম ধর্মগ্রন্থ অনুযায়ী স্ত্রীকে প্রথমবার তালাক বলার পর তিন মাস অপেক্ষা করতে হবে স্বামীকে। তারপর তিনি পরের দুটি তালাক বলতে পারবেন। তবেই বিচ্ছেদ গ্রাহ্য হবে। এই প্রথার বিরোধিতা করে সম্প্রতি সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল।

সরকারই শীর্ষ আদালতকে জানিয়েছিল, এই আইনে সমাধিকার দেওয়া হোক। কিন্তু মুসলিম ল বোর্ড তার বিরোধিতা করে জানিয়েছিল, কোন নারীকে হত্যা করার চেয়ে এই প্রথায় অনেক ভাল। তবে এখন পর্যন্ত এই মামলার কোনও নিস্পত্তি হয়নি। চলছে টানাপোড়েন। তারই মাঝে প্রায় ১০ লক্ষ মুসলিম নারীর স্বাক্ষর করা এই পিটিশনে শীর্ষ আদালতে কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার বিষয়।

তবে রাজনীতিকদের মতে উত্তর প্রদেশের নির্বাচনের ফলাফল এতে প্রভাব ফেলেছে। কারণ উত্তর প্রদেশে  সর্বাধিক জনসংখ্যাই মুসলমান।

পূর্ববর্তী নিবন্ধউত্তর সিটিতে ৫ হাজার সিসি ক্যামেরা বসবে: মেয়র
পরবর্তী নিবন্ধজঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা হবে : আইজিপি