হাওরাঞ্চলে এইচএসসি ভর্তিতে কলেজে গলাকাটা ফিস

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কলেজে এইচএসসি ভর্তি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তারা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুশির হলেও, হাওরাঞ্চলের বেশিরভাগ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী’রই মন খারাপ। কলেজগুলোও যে যার মতো ভর্তি ‘ফি’ নির্ধারণ করেছে। কোন কোন কলেজে গলাকাটা ভর্তি ফি’ নির্ধারণ হয়েছে। অধিকাংশ কলেজের অধ্যক্ষরাই কী কী খাতে টাকা নিচ্ছেন, তাও বলতে পারছেন না। বোর্ডের নির্ধারিত ফি (যা বোর্ডকে দিতে হবে) ২৬২ টাকা হলেও, ১৮০০ থেকে ৩০০০ টাকাও নিচ্ছেন কোন কোন কলেজ কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে দোয়ারাবাজার ও সুনামগঞ্জ পৌর কলেজে। এই দুই কলেজে ভর্তি ফি’ নেওয়া হচ্ছে মোট ৩০০০ টাকা করে। পৌর কলেজে ১ মাসের বেতন অগ্রিমসহ ৩২০০ টাকা নেওয়া হবে। অন্যদিকে, হাওর পাড়ের ৪ টি কলেজে ভর্তি ফি’ অপেক্ষাকৃত কম নেওয়া হচ্ছে । এর মধ্যে রয়েছে ধর্মপাশা এবং এই উপজেলার বাদশাগঞ্জ কলেজ এবং জামালগঞ্জ ডিগ্রি কলেজ। দিরাই উপজেলার বিবিয়ানা মডেল কলেজেও ভর্তি ফি কম নেওয়া হচ্ছে। বাদশাগঞ্জ কলেজের পরিচালনা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছেন, এবার শিক্ষার্থীদের ভর্তি ফি ৫০০ টাকা নেওয়া হবে। একইভাবে ধর্মপাশা ও বিবিয়ানা মডেল কলেজের পরিচালনা কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে ১০০০ টাকা ভর্তি ফি নেওয়ার, জামালগঞ্জ কলেজ নেবে ১২০০ টাকা। শিক্ষাবিদরা বলেছেন,‘সরকারের নির্ধারিত ফি’র চেয়ে বেশি যারা এবার নিচ্ছেন, তারা অবিবেচনাপ্রসূত কাজ করছেন।’
কলেজে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে জেনে এসএসসি উত্তীর্ণ দরিদ্র শিক্ষার্থীরা অনেক পরিচিতজনকে ফোন দিয়ে কীভাবে ভর্তি হবে এমন উদ্বেগ প্রকাশ
করছেন। ভর্তি’র টাকা কোথায় পাবে এমন অসহায়ত্বের কথা জানিয়েছেন।
সোমবার সকালে বিশ্বম্ভরপুরের করচার হাওর পাড়ের কৃষ্ণনগর গ্রামের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী নিশিতা বর্মণ জানালো, কাল (মঙ্গলবার) থেকে কলেজে ভর্তি শুরু হচ্ছে, ভর্তি হতে ১৮০০ টাকা লাগবে। তাঁর বাবার কাছে ১০০ টাকাও নেই। সে কীভাবে ভর্তি হবে?
একই গ্রামের নির্ঝণ বর্মণকে তাঁর বাবা সুনীল বর্মণ ঢাকায় গার্মেন্টসে চাকুরি’র জন্য পাঠিয়ে দিয়েছেন।
সুনীল বর্মণ বললেন- ‘অনলাইনে ভর্তির আবেদন করলে কী-হবে, ভর্তির টাকা কোথায় পাব, এরপর বই কিনবে কীভাবে? এজন্য ঢাকায় চাকুরিতে দিয়ে দিয়েছি।’
সুনামগঞ্জ পৌর কলেজে ভর্তি হতে আগ্রহী একজন শিক্ষার্থী এ প্রতিবেদককে এসে জানালো, অনেক কষ্টে ভর্তির ৩০০০ টাকা তার ব্যবস্থা হয়েছে। কিন্তু আজ সোমবার সে শুনেছে ১ মাসের বেতন বাবদ আরো ২০০ টাকা দেওয়া লাগবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ সরকারী কলেজে এবার মানবিক, বিজ্ঞান ও ব্যবসা বাণিজ্য শাখায় ভর্তি ফি নেওয়া হচ্ছে ২৭১০ টাকা। এর মধ্যে ১ বছরের বেতন এবং দুটি পরীক্ষার ফি’ যুক্ত রয়েছে বলে জানালেন ভর্তি কমিটির সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ্।
সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজে ভর্তি ফি নেওয়া হচ্ছে ১৮০০ টাকা।
সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ বলেন,‘উন্নয়ন ফি’সহ ভর্তি ফি ৩০০০ টাকা। ১ মাসের বেতনের ২০০ টাকা। যাদের পক্ষে বেতনের ২’শ টাকা দেওয়া সম্ভব নয় তাদের ছাড় দেওয়া হবে। অতীতেও ছাড় দেওয়া হয়েছে।’
সদর উপজেলার ইসলামগঞ্জ কলেজে এক মাসের বেতনসহ ২৭০০ টাকা। মঈনুল হক কলেজে ২ মাসের বেতনসহ ২৫০০ টাকা। আলহাজ্ব মতিউর রহমান কলেজে ২০০০ টাকা। এই কলেজে দরিদ্রদের জন্য ১০০০ টাকা। দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজ ২০০০ টাকা।
তাহিরপুরের বাদাঘাট কলেজ ২৫০০ টাকা। বিশ্বম্ভরপুরের দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজে মানবিক ১৮০০, ব্যবসায় ১৯০০ এবং বিজ্ঞানে ২০০০ টাকা লাগবে।
দোয়ারাবাজার কলেজে ৩০০০ টাকা। জামালগঞ্জ কলেজে ১২০০ টাকা। দিরাইয়ের বিবিয়ানা মডেল কলেজে ১০০০ টাকা। ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ভর্তি ফি ২০০০ টাকা ৬ মাসের বেতনসহ ৩২০০ টাকা নির্ধারণ করেছে।
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে মাত্র ৫০০ টাকায় ভর্তি করা হচ্ছে। এমন বৈষম্য জেলার অনেক কলেজেই।
যে সব কলেজ অতিরিক্ত ভর্তি ফি নিচ্ছে, সেসব কলেজগুলোর একাধিক অধ্যক্ষের সঙ্গে এই টাকা কী কী খাতে তারা নিচ্ছেন এমন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি।
কেউ কেউ বলেছেন- উন্নয়ন খাতে ১০০০ টাকা, বোর্ড ফি ২৬২ টাকা, দরিদ্র তহবিল, খেলাধুলা, মিলাদ/ পূজা এবং বিবিধ মিলে এই টাকা নেওয়া হচ্ছে।
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী বলেন,‘কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন এবার হাওরডুবির কারণে মানুষের কাছে কোন টাকা নেই। ভর্তি ফি’ ৫০০ টাকার বেশি রাখা যাবে না। আমরা সেটি মান্য করেছি।’
কলেজগুলো এভাবে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া প্রসঙ্গে শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘এই বছরের পরিস্থিতি বিবেচনায় এনে বোর্ডের নির্ধারিত ফি’ ছাড়া অন্যান্য ফি কম নিলেই শিক্ষার্থীরা উপকৃত হতো।’
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘ধর্মপাশা, জামালগঞ্জ এবং বাদশাগঞ্জসহ নির্বাচনী এলাকার যে কলেজগুলোর পরিচালনা কমিটির সভাপতি আমি সেগুলোর অধ্যক্ষদের এবং পরিচালনা কমিটির সদস্যদের আমি অনুরোধ করেছি, মানুষের কাছে কোন টাকাই নেই, ফি’ না কমালে শিক্ষার্থীরা ঝরে পড়বে। কোন কোন কলেজ আমার কথা রেখেছেন।’
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কবির আহমদ বলেন, ‘বোর্ডের নির্ধারিত ফি’র মধ্যে রেজিস্টেশন ফি ১৮৫ টাকা ইতিমধ্যে শিক্ষার্থীরা দিয়ে দিয়েছে। বোর্ডে এখন একজন শিক্ষার্থীকে বোর্ড উন্নয়ন ফি’৫০ টাকা, রেড ক্রিসেন্ট, স্কাউট এবং রোভার স্কাউট ফি ১২ টাকা এবং খেলাধুলাসহ অন্যান্য ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। অর্থাৎ প্রতি শিক্ষার্থী ভর্তি’র সময় বোর্ডকে ২৬২ টাকা দিতে হবে। এর বাইরে বোর্ডের কোন ফি নেই।’ তিনি জানান, কলেজগুলো সেশন ফি নিয়ে থাকে, সে ক্ষেত্রে জেলা শহরে সর্বোচ্চ ২০০০ টাকা এবং মফস্বলে অর্থাৎ উপজেলা বা প্রত্যন্ত এলাকায় সর্বোচ্চ সেশন ফি ১০০০ টাকা নিতে পারবেন। এর কম নিতে পারবেন, বেশি নিলে সেটি আইনসঙ্গত হবে না।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর কলেজে ভর্তি হতে আগ্রহীরা সোমবার পর্যন্ত জানেন ভর্তি ফি মোট ৩০০০ হাজার টাকার সঙ্গে ৬ মাসের বেতন বাবদ ১২০০ টাকাসহ ৪ হাজার ২০০ টাকা লাগবে। রাত পৌনে ৮ টায় কলেজ অধ্যক্ষ শেরগুল আহমদ দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান কলেজ পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে তারা ৬ মাসের বেতন অগ্রিম নেয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। ভর্তির ৩ হাজার টাকার সঙ্গে কেবল এক মাসের ২০০ টাকা অগ্রিমসহ প্রত্যেক শিক্ষার্থীকে ৩ হাজার ২০০ টাকা দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএক কক্ষেই ৪২ মরদেহ?
পরবর্তী নিবন্ধহাওরবাসীর ঈদ : চাইল কেনার টেকা নাই কাপড় কিনুম ক্যামনে