হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দুইজন ট্রাইব্যুনালে

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
হবিগঞ্জের লাখাইয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দুইজনকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

তারা হলেন- উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)। এর আগে বুধবার তাদের নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, তাদেরকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ট্রাইব্যুনালে পৌঁছে দেয় পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে উল্লেখিতরাসহ একটি সংঘবদ্ধ দল উপজেলার বিভিন্ন স্থানে গণহত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ চালায়। এসব অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদী হয়ে একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধমুন্সীগঞ্জে মাদক বহনকারী গাড়ির চাপায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী গুলশানকে গ্রেফতার করেছে র‍্যাব