স্মিথকেও ছাড়িয়ে গেলন মুশফিক!

পপুলার২৪নিউজ ডেস্ক :

ক্রিকইনফোর বর্ষসেরা অ্যাওয়ার্ডের তালিকায় বাংলাদেশি কারও নাম নেই! তবে আশাহত হওয়ার কারণও নেই। ক্রিকইনফোর স্ট্যাটগুরু অ্যাওয়ার্ডে রয়েছে মুশফিকুর রহিমের নাম। গত বছর টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ হলেও সাদা পোশাকের এই ফরম্যাটে সবচেয়ে বেশি ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। স্মিথেরও চেয়েও ধারাবাহিকতা দেখিয়েছেন মুশফিক।

মূলত গত বছরের পরিসংখ্যানের ভিত্তিতে এই স্ট্যাটগুরু অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করা হয়ে থাকে। নানা তথ্য-উপাত্ত বাছাই করেই স্থান পেয়েছেন মুশফিক। গত বছর ১৬ ইনিংসে মুশফিক ৫৪.৭১ গড়ে রান তুলেছেন ৭৬৬। এই সময়ে মাত্র একবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। আর ২০ রানের আগে আউট হয়েছেন মাত্র দুবার, ১০ ইনিংসে ২৫ পার করেছেন। ধারাবাহিকতায় এরপরেই রয়েছেন স্মিথ।

তবে বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নাম কুঁড়িয়েছেন স্টিভেন স্মিথ। ৭৬.৭৬ গড়ে রান তুলেছেন ১ হাজার ৩০৫ রান। এরচেয়ে বেশি আর কেউ রান তুলতে পারেনি গত বছর।

এদিকে সব ফরম্যটে আলো ছড়িয়ে বর্ষসেরা ব্যাটসম্যানের তকমা পেয়েছেন বিরাট কোহলি। টেস্টে তার গড় ছিল ৬১.৩৮, ওয়ানডেতে ৭৬.১৬ ও টি-টোয়েন্টিতে ৪৯.৮১। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধঈশ্বরদীতে ভণ্ডপীরের দুগ্ধস্নান!
পরবর্তী নিবন্ধবিএনপিতে কি একজন লোকও নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার: প্রধানমন্ত্রী