স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে আমন্ত্রিত রুনা লায়লা

 পপুলার২৪নিউজ ডেস্ক:

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছেন বাংলাদশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।

সম্প্রতি মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজের বরাতে এ আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল অনুষ্ঠানটিতে অংশগ্রহণের উদ্দেশে উড়াল দেব।’ ২৬ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ্যাপোলো ব্যান্ডার সড়কে তাজমহল প্যালেস হোটেলের বলরুমে শুরু হবে অনুষ্ঠানটি।

তবে এ আমন্ত্রণ পেলেও এ আয়োজনে রুনা লায়লা গান গাইবেন না বলেই জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিসের স্ত্রী অম্রুতা ফাড়নাবিস।

এ ছাড়াও মহারাষ্ট্র সরকারের মুখ্যসচিব সুমিত মল্লিক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী ২৫ মার্চ মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে কদমবুছি করে অভিনন্দন জানানো উচিত: হাছান