স্টাইলের ধারণা দেবে গুগল

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফ্যাশন-বিষয়ক খোঁজখবর নিতে অনেকেই গুগলের ওপর ভরসা রাখেন। ব্যবহারকারীদের এ অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন একটি ফিচার উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ফিচারটির নাম ‘স্টাইল আইডিয়াস’। মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপে এটি কাজ করবে।

গুগলের ইমেজ সার্চ ব্যবহার করে জায়গা ও ভ্রমণের স্থানের, কেনাকাটার জিনিস, প্রিয় তারকা, চিত্রকর্মের মতো নানা জিনিসের ছবি পাওয়া যায়। ‘স্টাইল আইডিয়াস’ ফিচারটি ব্যবহার করে ফ্যাশন পণ্য সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী।

এখনকার ফ্যাশনশিল্প বড় হয়ে যাওয়ায় ফ্যাশন-সচেতনতা বেড়েছে। তবে এর শুরুটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। যেমন ব্যাগ ও জিনসের সঙ্গে কোন জুতা জোড়া মেলানো যাবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। ইমেজ সার্চের নতুন ফিচারে পছন্দমতো স্টাইল দেখার ও মেলানোর সুযোগ থাকবে। এখানে একই রকম নানা পণ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে গুগল। অর্থাৎ, পছন্দ অনুযায়ী পণ্য পরখ করে দেখার সুযোগ পাবেন গুগল ব্যবহারকারী। তথ্যসূত্র: গুগল।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগের কোনো দ্বন্দ্ব নেই: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাস কন্ডাক্টরের কাছে সিনেমার টিকিট চেয়েছিলেন টেন্ডুলকার!