সোমবার ছয় কোম্পানির এজিএম

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কনসালটেন্টস, একমি ল্যাবরেটরিজ, স্টাইল ক্রাফট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল এবং এমআই সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

এ কোম্পানি ছয়টির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে পরিচালনা পর্ষদের ঘোষিত লভ্যাংশ ও আর্থিক প্রতিবেদন অনুমোদন হবে।

শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া আইটি কনসালটেন্টের এজিএম সকাল সাড়ে ১০টায় মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

একমি ল্যাবরেটরিজের এজিম হবে সকাল সাড়ে ১০টায় মিরপুর-১৪ অবস্থিত পিএসসি কনভেনশন হলে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

১০ শতাংশ নগদ এবং ৮০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া স্টাইল ক্রাফটের এজিএম সকাল সাড়ে ১০টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

স্কয়ার ফার্মার এজিএম ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ এবং সাড়ে সাত শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টার বেলা ১১টায় স্কয়ার টেক্সটাইলের এজিএম অনুষ্ঠিত হবে। এ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এমআই সিমেন্টের এজিএম মুন্সিগঞ্জে অবস্থিত কোম্পানিটির ফ্যাক্টরি প্রাঙ্গণে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটসে জিতে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স
পরবর্তী নিবন্ধভারত বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত :হর্ষ বর্ধন