সোমবারের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক করা হবে : রেলমন্ত্রী

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামীকাল সোমবার সকালের মধ্যেই পৌলী রেল সেতু মেরামত করে রেল চলাচল স্বাভাবিক করা হবে। এজন্য রেলের দক্ষ কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আসন্ন ঈদকে সামনে রেখে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নিরবে অনায়াসে বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেজন্যই যাতে সঠিকভাবে ট্রেন চলাচল করে তার জন্য যা যা ম্যাটারিয়াল লাগে জনবলসহ সব যোগান দেয়া হচ্ছে।রবিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী রেল সেতু ধস পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মুজিবুল হক আরও বলেন, বন্যার পানির স্রোতে এই ধসের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন, কি কারণে এই ধসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। এর জন্য যদি অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেন, রেল বিভাগের মহাপরিচালক আমজাদ হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রী লামিয়া মিমোর অভিনয় ছাড়ার ঘোষণা
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে আমনের সর্বনাশে স্থানীয় জাত ‘নাভিজা’ বীজেই এখন ভরসা