সুনামগঞ্জে সংরক্ষিত ৩০টি নারী আসনে উপ-নির্বাচন ২৯জানুয়ারি

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জে প্রথমবারের মতো উপজেলা পরিষদগুলোতে ৩০টি সংরক্ষিত নারী আসনে সদস্য পদে উপ-নির্বাচন ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। সংরক্ষিত আসনে নারী সদস্য পদ সুনামগঞ্জ সদর উপজেলায় ৩টি, ছাতকে ৫টি, দক্ষিন সুনামগঞ্জে ৩টি, জগন্নাথপুরে ৩টি, দোয়ারা বাজারে ৩টি, বিশ্বম্ভরপুরে ২টি, তাহিরপুরে ২টি, জামালগঞ্জে ২টি, ধর্মপাশায় ৩টি, দিরাইয়ে ৩টি ও শাল্লায় ১টি। উপজেলা পরিষদের মেয়াদের মাঝামাঝি সময়ে উপ-নির্বাচনের মাধ্যমে যুক্ত হবেন ৩০জন নারী। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হলেও পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন সংরক্ষিত মহিলা সদস্যরা।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ৩০টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন ২৯জানুয়ারি সম্পন্ন করতে প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকচুয়ায় আ.ন.ম এহসানুল হক মিলন ভাই ফ্যান ক্লাবের পৌর ওয়ার্ড কমিটি গঠন
পরবর্তী নিবন্ধআইভীকে কেবিনে স্থানান্তর