সুনামগঞ্জে এমপি পদপ্রার্থী জাহাঙ্গীর অবশেষে মুক্তি পেলেন

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের এমপি পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর আদালতের মাধ্যমে অবশেষে মুক্তি পেলেন।
রোববার রাতে সিলেট নগরীর সড়ক ও জনপথের বাংলো থেকে ছাতক থানা পুলিশ গ্রেফতার করে। এর আগে গত শনিবার সিলেটে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন জাহাঙ্গীর। সংবাদ সম্মেলন করার ২৪ঘন্টার ভেতরেই গ্রেফতার করে পুলিশ। ২০০৮ সালে মোটর যান আইনে করা মামলা ২ হাজার টাকা জরিমানা ও ২ মাসের সাজার রায় দেওয়া হয়। এ রায়ের পর সে সময় ২ হাজার টাকার দন্ড প্রদান করেন তিনি। কিন্তু ফাইল মিসিং এর কারণে ছাতক থানা পুলিশের হাতে আটক হন তিনি। অবশেষে সোমবার সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ফাইল পত্র প্রদর্শনের পর ভুল বোজাবুজির অবসান শেষে মুক্তি লাভ করেন জাহাঙ্গীর। তিনি ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের আবদুল লতিফের পুত্র।
টি এইচ এম জাহাঙ্গির বলেন, আমার জনপ্রিয়তায় নষ্ট করতে চক্রান্তকারীরা চক্রান্ত করে থানা পুলিশকে ভুল বুঝিয়ে এই কাজটি করিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিতে কি একজন লোকও নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল জামিনে মুক্ত