সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর একদিন পর চলে গেলেন স্ত্রী

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফএস কসমেটিকস লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ স্বামী আব্দুর রহিমের (৩২) মৃত্যুর একদিন পর স্ত্রী নাজনীন বেগমও (২৬) প্রাণ হারালেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে রোববার ভোরে স্বামী রহিমের মৃত্যু হয়। রহিম কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ারচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এর আগে এ ঘটনার পর দিন গত বুধবার সকালে ঢামেকে দ্বগ্ধ শেফালী বেগমের মৃত্যু হয়। এ নিয়ে ওই কসমেটিক কারাখানার অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাজনীন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা যান।

কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার জামালপুর এলাকায় এফএস কসমেটিকস লিমিটেড কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ও জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা রাতে আগুন নেভান। ওই আগুনে কারখানার ব্যবস্থাপক জাকির হোসেন (৩৮), নাজনীন বেগম (২৬), তার স্বামী আব্দুর রহিম (৩২), শেফালী বেগম (৩৬), শিল্পী রানী (২৮), লিটন মিয়া (৩৫) ও সুমন মিয়াসহ (৩০) অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন।

পরে তাদের মধ্যে অটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএকই বিমানে এরশাদ ও ফখরুল
পরবর্তী নিবন্ধপ্রথম আসরেই সাকিবের কেরালা চ্যাম্পিয়ন