সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপরে

 জেলা প্রতিনিধি পপুলার২৪নিউজ:

যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ২০ সেন্টিমিটার কমে আজ বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যাকবলিত রয়েছে জেলার তিন লাখ মানুষ। ঝুকিপূর্ণ রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো।

অপরদিকে বাঁধের বিভিন্ন স্থানে পানি চুয়ে বের হওয়ায় বাঁধ ভাঙ্গা আতঙ্ক বিরাজ করছে জেলাবাসীর মধ্যে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমান আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। বাঁধে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করার পাশাপাশি বাঁধের নিরাপত্তায় পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে।

তিনি আরো বলেন, পানিবন্দি অধিকাংশ মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু জায়গা ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। নিরাপদ খাবার পানি, পয়নিস্কাশন ব্যবস্থা, রান্না করাসহ গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ২৭ বছর পর কুকের ডাবল সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধজিয়ার সরকার অবৈধ হলে আওয়ামী লীগের সরকারও অবৈধ:মির্জা ফখরুল