সামান্য তালের কারণে মারা পড়ল হাতিটি

 পপুলার২৪নিউজ ডেস্ক:

এবার সামান্য একটি তালের কারণে মৃত্যু ঘটল একটি বন্য হাতির। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায়।

জানা যায়, মেটারডাঙা এলাকায় হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। বন দফতরে খবর দিলে বনকর্মীরা তদন্তে নামেন। বন দফতরের রূপনারায়ণ ডিভিশনের ডিএফও অর্ণব সেনগুপ্ত বলেন খিদের জ্বালাতে তাল খেতে গিয়ে গলাতে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়ে থাকতে পারে হাতিটি। ময়নাতদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় নিজেদের ব্যর্থতা ঢাকতে ঢাকা, দিল্লি ও কাঠমান্ডুকে দোষারোপ
পরবর্তী নিবন্ধগর্ভবতী রিয়া সেন, তাই তড়িঘড়ি করে বিয়ে