সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না: আইনমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না।রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিশাল মামলার জট দূর করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। এর একটি হচ্ছে নতুন বিচারক নিয়োগ ও তৈরি।  বিচারক তৈরির প্রক্রিয়াও কিন্তু সময়সাপেক্ষ।  তিনি জানান, দেশের সকল আদালত ডিজিটালাইজ করার কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধআমরা সালমান শাহকে হত্যা করেছি,ম্যাজিস্ট্রেটের কাছে রিজভীর স্বীকারোক্তি
পরবর্তী নিবন্ধবিএনপির নীতিই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হওয়া : প্রধানমন্ত্রী