সহায়ক সরকার নিয়ে বিএনপির নাড়াচাড়ায় কিছু বলেননি সুষমা: কাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সহায়ক সরকারের বিষয়টি নিয়ে নাড়াচাড়া করছে। কিন্তু সুষমা স্বরাজ এ বিষয়ে কিছু বলেননি।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে যারা সরকারে থাকে, তারাই নির্বাচনকালীন সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করে।’

আওয়ামী লীগের নতুন কমিটির এক বছর পূর্তি উপলক্ষে এই সভা ডাকা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাক্ষাতের সময় বিএনপি নিরপেক্ষ সহায়ক সরকারের বিষয়ে কথা বলেছিল। কিন্তু সুষমা স্বরাজের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি সহায়ক সরকার বিষয়ে কিছু বলেননি। সারা বিশ্বে নির্বাচনকালীন সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন নির্বাচনী দায়িত্ব পালন করে।’

সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদী হয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় সুষমা স্বরাজ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। তাতে ফখরুল সাহেব আশাবাদী হয়েছেন। এমন নির্বাচন তো আমরাও চাই।’ তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে ২৫টি আসন দিতে চেয়েছে। এই ২৫টি আসন দেওয়ার মালিক কি বিএনপি? গত নির্বাচনের আগে তারা আওয়ামী লীগকে ৩০টি আসন দিতে চেয়েছিল। পরে তারাই ৩০টি আসন পায়নি।

বিএনপিকে নির্বাচন থেকে সরে না আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশনটা বয়কট করবেন না। একটি জাতীয় দল, বড় দল; আপনাদের কাছে জনগণের প্রত্যাশা আছে। আমাদেরও প্রত্যাশা আপনারা নির্বাচনে আসবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যে আশ্বাস দিয়েছেন, তাতে আমরা আশাবাদী। তিনি জোর দিয়ে বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। তিনি কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দিয়েছেন।’

পূর্ববর্তী নিবন্ধ৫১ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল
পরবর্তী নিবন্ধসৈয়দ অাশরাফের স্ত্রীর ইন্তেকাল