সরকার কৃষক ও কৃষির উন্নয়নে বহুমুখী কর্মসুচী গ্রহন করেছে :অলিউর রহমান 

Picture-029
পপুলার২৪নিউজ নুর উদ্দিন
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষক ও কৃষির উন্নয়নে বহুমুখী কর্মসুচী গ্রহন করেছে। উচ্চ ফলনশীল ধানের বীজ ও পর্যাপ্ত সার কৃষকদের জন্য নিশ্চিত করেছে সরকার। এখন আর সারের দাবীতে কৃষকদের মরতে হয় না। গভীর নলকুপ দিয়ে জমিতে সেচ দিতে সরকার সাশ্রয় মুল্যে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে কৃষকদের জন্য। ধান চারা রোপন ও পাকা ধান কাটার জন্য সরকার কৃষকদের হাতে তোলে দিয়েছে অত্যাধুনিক মেশিন। অতীতে কৃষকদের খাট করে দেখা হলেও বর্তমানে নিজেকে কৃষক পরিচয় দেয়া গর্বের বিষয়। তিনি বলেন কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। কৃষক বাঁচলেই বাঁচবে বাংলাদেশ। সোমবার বিকেলে বাংলাদেশ কৃষি কর্পোরেশনের আর্থিক সহযোগীতায় ২০লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের কাশিপুর-চিকনীকান্দি থেকে খুরমা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কুমারখালী খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাশিপুর গ্রামের মুরব্বী আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও মুজিবুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, ইউপি চেয়্যারম্যান আব্দুল মছব্বির, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ইউপি প্যানেল চেয়রম্যান সুহেল আহমদ, কাশিপুর-চিকনীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হোসেন মানিক, আ.লীগ নেতা আব্দুল মতিন, সোহরাব আলী, হাজী কয়েছ মিয়া, তোরন মিয়া, আব্দুল হান্নান, আরশ আলী, তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা, এসএম মারুফ প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কাশিপুর-চিকনীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাও. আব্দুল মালিক।

পূর্ববর্তী নিবন্ধযা খেয়ে শতায়ু হলেন তাঁরা
পরবর্তী নিবন্ধ২ দিনেই সাদা চুল হবে কালো!