শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ত্রিদেশীয় সিরিজে হাথুরুসিংহের শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেবাংলাদেশ। টাইগারদের করা ৩২০ রানের জবাবে খেলতে নেমে ১৫৭ রানেই অলআউট হয় সফরকারীরা। ১৬৩ রানের বিশাল জয় নিয়ে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মাশরাফিরা।

স্বাগতিক বাংলাদেশের দেয়া ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় শ্রীলংকা। দলীয় ২ রানে নাসিরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন উপুল থারাঙ্গা ও কুশাল মেন্ডিস। দশম ওভারে অধিনায়ক মাশরাফির বলে দলীয় ৪৩ রানে বিদায় নেন উপুল তারাঙ্গা (২৫)। দলীয় ৬২ রানে তৃতীয় ও ৮৫ রানে চতুর্থ উইকেটের পতন হলে ম্যাচ বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। বিপর্যয়ের এ বৃত্ত থেকে আর বেরোতে পারেনি হাথুরুর শিষ্যরা।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তামিম, সাকিব, মুশফিকদের অনবদ্য ব্যাটে শ্রীলংকাকে ৩২১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধনিবেদিত নিস্ক্রিয় কর্মীদের সক্রিয় করে আ’ লীগের আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবেঃ গোলাম হোসেন
পরবর্তী নিবন্ধকচুয়ায় এডভোকেট আঃ আউয়াল খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত