শেয়ারবাজারে দরপতন অব্যাহত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:দরপতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস উভয় বাজরে দরপতন হলো।

মূল্যসূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৭৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে।

এদিন বাজারটিতে মোট ৩৭৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আজ লেনদেন কমেছে ৬৩ কোটি ৭ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সিভিও পেট্রোক্যামিকেলের শেয়ার। কোম্পানিটির মোট ১৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৯ লাখ টাকার। ১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- কেয়া কসমেটিক, মুন্নু সিরামিক, জাহিন স্পিনিং, স্কয়ার ফার্মাসিটিক্যাল, ফাইন ফুড, ফু-ওয়াং ফুড এবং লংকাবাংলা ফাইন্যান্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৩৫ পয়েন্ট কমে ১১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে। সোমবার বাজারটিতে মোট ২৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ লেনদেন হওয়া মোট ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৬টির, আর অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসিনিয়র সহকারী সচিব হলেন ১৭৫ কর্মকর্তা