শুভ জন্মদিন সাকিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি ২০-তে ‘নাম্বার ওয়ান’ সাকিব আল হাসানের জন্মদিন আজ।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম সাকিবের। বাবা মাশরুর রেজা স্বপ্ন দেখেছিলেন ছেলেকে ফুটবলার বানানোর। কিন্তু ফুটবলের চেয়ে ক্রিকেটে আগ্রহ বেশি ছিল সাকিবের।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে ক্রিকেটের আনুষ্ঠানিক শিক্ষা নেন সাকিব।

সাকিবের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। টি ২০-তে অভিষেক হয় ওই বছরেই জিম্বাবুয়েরই বিপক্ষে। আর টেস্টে অভিষেক হয় পরের বছরের মে মাসে ভারতের বিপক্ষে।

তারপর থেকেই বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিংয়ের বড় নির্ভরতার জায়গা সাকিব আল হাসান। বাঁ হাতি এই খেলোয়াড় একই সঙ্গে ব্যাটসম্যান ও স্পিনার। দুই ক্ষেত্রেই বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্য সাকিবের।

এরইমধ্যে তিনি ভেঙেছেন সাবেক তারকা ক্রিকেটার-অলরাউন্ডারদের অনেক রেকর্ড, নিজে গড়ে চলেছেন একের পর এক কীর্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার হাত ধরেই তিস্তা চুক্তি হবে : ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট