শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে সীমিতভাবে ফেরি চলাচল শুরু

তীব্র ঝোড়ো বাতাসের কারণে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে দুটি ফেরি দিয়ে যাত্রী ও হালকা যানবাহন পারাপার শুরু হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে সীমিতভাবে এ পারাপার শুরু হয়।

তবে বৈরী আবহাওয়া এবং তীব্র ঢেউয়ের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরোজিৎ কুমার ঘোষ জানান, পদ্মার তীব্র ঢেউ এবং বৈরী আবহাওয়ার কারণে দুটি ফেরি চলাচল করছে। শুক্রবার রাত থেকে নৌ-রুটে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়া এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। শিমুলিয়া ঘাট এলাকায় সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। তবে যাত্রীদের দুর্ভোগ নিরসনে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

যানবাহন পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় ৭ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে সম্পূর্ণ বন্ধ থাকে ফেরি সার্ভিস।

পূর্ববর্তী নিবন্ধচীনে পৌঁছেছেন ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া
পরবর্তী নিবন্ধ৩৬ ঘণ্টা পর নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার