রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাম্প্রতিক সময়ে দেশে আগত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ টাকার চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবুু এবং ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুস সালাম। এ সময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) -এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে আমেরিকার সফল পরীক্ষা
পরবর্তী নিবন্ধ‘দুর্যোগ প্রবণ এলাকার জন্য টেকসই মানের বিদ্যালয় নির্মান করা হবে’