রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এসএস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মানব

/>পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গা শরণাথীরা। জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে তারা। বাংলাদেশ সরকার কক্সবাজার উখিয়ায় শরনার্থীদের আশ্রয় দিয়েছে। ৮ লক্ষের উপরে আশ্রয় নিয়েছে। উখিয়ায় পাহাড়ের উপর তাবু বানিয়ে কিংবা পলিথিন টানিয়ে কোনো রকম ঠাই নিয়েছে তারা। এদের ফিরিয়ে নিতে  আজ ৮০ জন শিক্ষকসহ এসএস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মানব বন্ধন করেছে। সাহায্যের জন্য বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। দিনে দিনে সংকট সমাধানের জন্য চেষ্টা করছে বর্তমান সরকার।
কিছুদিন পূর্বে শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন রোগিঙ্গা শরনার্থীদের পাশে এসে দাঁড়ালো এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে ১২-১৫ সদস্যের একটি টিম সবমিলিয়ে ৩০০ লোকের কাপড়-চোপড়, শুকনা খাবার, ওষুধ, নগদ অর্থসহ সেনিটারী লেট্রিন এবং টিউব ওয়েল স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করলো এই সমাজসেবামূলক সংগঠনটি।

পূর্ববর্তী নিবন্ধবিবিসিতে অশ্লীল শব্দ প্রচার!
পরবর্তী নিবন্ধযশোরে অপহরণ-গুমের অভিযোগে ১৬ পুলিশের বিরুদ্ধে মামলা