রোনালদোর গোলে পর্তুগালের জয়

পপুলার২৪নিউজ ডেস্ক:
কনফেডারেশনস কাপে ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে রাশিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো নিজ দেশকে গোল করে এগিয়ে দেন।

তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি ইউরো চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের মহড়ার এ টুর্নামেন্টে এদিন ওতকরাটি অ্যারেনায় স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে পর্তুগিজরা। তবে এক রোনালদো ছাড়া দলের অন্য কেউ ভালো পারফরম্যান্স না করায় কোনো রকম জয় পেল তারা। ম্যাচের আট মিনিটেই গোল করে ভালো সূচনার ইঙ্গিত দেন সিআর সেভেন খ্যাত রোনালদো।

রাফায়েল গুয়েরিয়েরোর পাসে গোলটি করেন চারবারের ব্যালন ডি অর জয়ী। তবে খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। এদিকে গ্রুপ এর অন্য দল মেক্সিকো ২-১ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে উঠে এলো। এর আগে পর্তুগালের সঙ্গে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছিলো তারা।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু
পরবর্তী নিবন্ধবাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়