রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এ সময় রওশন এরশাদ বলেন, দলমত-নির্বিশেষে এ দেশের মানুষ আপনাকে পছন্দ করে। দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমার দল আপনাকে অভিনন্দন জানায়। আপনার সরলতা, সততা ও নিষ্ঠার ওপর দেশবাসীর আস্থা ও বিশ্বাস রয়েছে।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, হুইপ সেলিম উদ্দিন এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে ভাইব্রেটর মেশিনের ডাস্টে ভরাট হচ্ছে সুরমার
পরবর্তী নিবন্ধহাসিনাকে সমর্থন দিতে হবে, কিন্তু খালেদাকে পাশ কাটিয়ে নয়