রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ৫

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিল থেকে বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল করে দলের নেতারা।

মিছিলে নেতৃত্ব দেন- ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।

পুলিশ মিছিল থেকে কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

আটকের বিষয়টি স্বীকার করে পল্টন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মিছিল থেকে আমরা পাঁচজনকে আটক করেছি।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

এর আগে, রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয় বিএনপি মহাসচিবের গাড়িবহর। রাঙ্গুনিয়ার ইছাখালী হাসপাতালের সামনে সংগঠিত এ হামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয় নেতা আহত হন।

হামলায় আহতরা হলেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম।

পূর্ববর্তী নিবন্ধআফগান সেনার গুলিতে ৭ মার্কিন সেনা আহত
পরবর্তী নিবন্ধলেডি গাগা যখন হোটেল কর্মচারি