রাজধানীতে পৃথক অভিযানে ৭ ছিনতাইকারী আটক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।

এসময় তিনি জানান, শুক্রবার রাতে শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালের সামনে ছিনতাইকালে মো. জুম্মত ওরফে জুম্মা নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। অপর এক অভিযানে রাজধানীর ওয়ারী থানার আর.কে. মিশন রোড এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলোন- মো. লাভিব, রাইক, রকি, রিফাত, আদর ও সুমন। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে ওয়ারী ও শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে পৃথক দু’টি মামলা হয়েছে বলেও জানান ইউসূফ আলী।

পূর্ববর্তী নিবন্ধধুনটে ধর্ষণ মামলায় ষষ্ঠ শ্রেণির ছাত্র ও বাবা-মা গ্রেফতার
পরবর্তী নিবন্ধহঠাৎ শাহরুখের বাড়িতে যুবরাজ