যাপিত জীবন হকার সোহাগের ঈদ ………

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সোহাগ কৈশোর উত্তোর একজন হকার, বয়স সতের। নিবাস উপজেলার মহারাজপুর ইউনিয়নে নারায়নপুর গ্রামের রাজারবাজারে, পিতা মরহুম আ:রাজ্জাক। ইদুরের ওষুধসহ মৌসুমে বিভিন্ন পণ্য হকারী করাই তার পেশা। রোজ সকাল থেকে বিকাল পর্যন্ত হাট থেকে হাটে, বাজার থেকে বাজারে চষে বেড়ায় সে। দেখতে সহজ সরল ছিপছিপে গড়নের চেহারা, তাকালেই মায়া লাগে। আমি একজন ক্রেতা, তেলাপোকা মারার বিষটোপ কিনতে চাই তার কাছ থেকে। এসময় সে মৃদু হাসি দিয়ে বলে স্যার আমার একটা ছবি তুলবেন?। প্রথমে না বল্লাম, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারলাম না। একটা ছবি তুল্লাম। এর বেশ কিছুদিন পরে দেখা স্যার আমার ছবিটিা আপনাদের পত্রিকায় ছাপা হয়েছে। উত্তরে না বলা ছাড়া কোন উপায় নেই। তার পরও বল্লাম ছবিটা ছাপা হলে কতটুকু খুশি হও, মৃদু হেসে বলে ঈদের চেয়েও বেশি। তার মানে কি, জবাবে বলে স্যার গরীবের আবার ঈদ। আগ্রহী হয়ে জানতে চাইলে সে বলে এই যে প্রতিদিন ভোরে কোন রকম একপেট খেয়ে হরেক রকম পণ্য গলায় ট্রেতে (টিনের থালা) সাজিয়ে হকারীতে বের হই বিক্রির জন্য। ট্রেতে সাজানো থাকে পোকা মাকড় মারার বিষটোপ, চিরুনী, কাঁচি, কলমসহ নানান ধরনের হকারী পণ্য। সোহাগ জানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে ২শ টাকার মতো আয় হয়। বর্তমান বাজারে এক কেজি মোটা চালের দাম পঞ্চাশ টাকা, এছাড়া নিত্যপণ্যের দাম দ্বিগুন। খেয়ে বাঁচবো নাকি ঈদে পোষাক, ভালো খাবার এসব কিনব। আমাদের কপালে ঈদ নাই। পরিবারে সদস্য সংখ্যা কতো জানতে চাইলে সে বলেন বাবা মারা গেছে অনেক আগেই। বড় দুই ভাই বিয়ে করে আলাদা থাকে। আমরা দুই ভাই মাকে নিয়ে থাকি। দুই বোনের বিয়ে হয়ে গেছে। বাকিরা ভাইরাও হকারি করে খায়। Ñ‘এই আর কি দিন আনি দিন খাই’ এভাবেই চলে সংসার, জীবন। ভবিষ্যতের জন্য বাড়তি কোন চিন্তা নাই, কারন যে আয় তাতে নিত্যদিনের পেট ভরাই কষ্ট, এর আর ভবিষ্যৎ’। সে আরো জানায় এখন আর এব্যবসায় পেটে ভাত চলে না, অনেকে এখন পেশা পরিবর্তন করেছে। ‘আমিও পেশা বদলাতে চাই। কিন্তু পারিনা কারন আমি অন্য কোন কাজ করতে পারি না। জন্মের পর থেকেই এ কাজ করে খাচ্ছি। অভাবের সংসার বলে স্কুলে যেতে পারিনি। এই হকারি ছাড়া আর কোন উপায় নাই। আসছে ঈদে নতুন পোষাক কিনতে পারি বা না পারি তারপরও ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি’।

 

পূর্ববর্তী নিবন্ধহামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কাদের
পরবর্তী নিবন্ধরুট পরিবর্তন করায় গাড়িবহরকে নিরাপত্তা দেয়া যায়নিঃ ওসি রাঙ্গুনিয়া