যাত্রী না পাওয়ায় আরেকটি হজ ফ্লাইট বাতিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

 যাত্রী না পাওয়ায় শুক্রবারের হজ ফ্লাইটটি বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রী না পাওয়ায় বৃহস্পতিবার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ দেয়া হয়েছে ১৩ আগস্ট।

এখন পর্যন্ত মোট ২৮টি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।

তবে, ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে সূত্র জানায়। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

অবশ্য হজ অফিসের অভিযোগ, ভিসা জটিলতা নয় বিমান সংকটের কারণে হজ ফ্লাইট বাতিল হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআরব আমিরাতে ৭০ ভাগ মুয়াজ্জিন বাংলাদেশি
পরবর্তী নিবন্ধমার্কিন ঘাঁটিতে আঘাত হানতে ১৪ মিনিট লাগবে উ. কোরিয়ার