মোবাইল ব্যবহার করতে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় টাঙ্গাইলের সখীপুরে মায়ের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাতে উপজেলার কালমেঘা চৌরাস্তা দানীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া ওই গ্রামের প্রবাসী আমিনুর রহমানের মেয়ে এবং বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

এক পর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘরে থাকা এক বোতল কীটনাশক (বিষ) পান করে তানিয়া। গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটুয়াখালীতে পৃথক সংঘর্ষের ঘটনায় নারীসহ আহত ২৫
পরবর্তী নিবন্ধচুয়াডাঙ্গার মোল্লাবাড়ি আড়াই কেজি স্বর্ণের গহনাসহ আটক ১