মোবাইল অপারেটরগুলোর বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল অপারেটরগুলো যেসব বিশেষ প্যাকেজ দিয়ে থাকে তা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ব্লু হোয়েল সম্পর্কিত একটি রিট আবেদনের শুনানিতে সোমবার এ নির্দেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

রোববার তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।

সোমবার শুনানিতে হুমায়ুন কবীর আদালতকে বলেন, চীন মোবাইল অপারেটরগুলোর বিশেষ প্যাকেজ বন্ধ করেছে। বাংলাদেশেও সেটি করা যায় কি না সে বিষয়ে আদালতের কাছে জানতে চান তিনি।

এরপর আদালত বিশেষ প্যাকেজ বন্ধের নির্দেশনা দেন

পূর্ববর্তী নিবন্ধমানারাত ইউনিভার্সিটিতে বায়েইনফরমেটিকস শীর্ষক ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ নভেম্বর