মুকসুদপুরে ৪২ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

পপুলার২৪নিউজ দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ৪২ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অফিস থেকে জানাগেছে ৫ আগামী আগস্ট শনিবার মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পেইন ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪২ হাজার ২শ৭৬জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলায় ৪শ২৮টি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এর মধ্যে স্থায়ী ১টা ৩টা অস্থায়ী ভ্রাম্যমাণ ৪শ ২৮টি কেন্দ্রর ৮শ৫৬ সেচ্ছাসেবি কাজ করবে।মুকসুদপুর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মনিম-উল হাবিব জানান, এবছর উপজেলাতে একটি শিশু ও ভিটামিন এ প্লাস খাওয়ানো থেকে বাদ যাবে না বাদ পড়া শিশুকে বাড়ীতে গিয়ে খাওয়ানো হবে এবং ২শ১৩জন প্রতিবন্ধী মিশুকে খাওয়া হবে। ক্যাম্পেইন উপিস্থক থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রারফুল আলম শিমুল উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মুহাম্মাদ মারুফ খান মুকসুদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাকির হোসের । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী।

 

পূর্ববর্তী নিবন্ধএক দিনে ফ্রিজ বিক্রির রেকর্ড করলো ওয়ালটন
পরবর্তী নিবন্ধদুবাইয়ের টর্চ টাওয়ারে ভয়াবহ আগুন