মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে আবদুল হালিম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হরিরামপুর উপজেলার আবদুর রাজ্জাক (৩০), সমির উদ্দিন (২৬) ও মফজেল মিয়া (২৮)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ মার্চ রাতে হরিরামপুর উপজেলার বলড়া এলাকা থেকে আবদুল হালিম মোটরসাইকেলসহ নিখোঁজ হয়। দুইদিন পর ১৮ মার্চ পার্শ্ববর্তী লেছড়াগঞ্জ এলাকায় মোটরসাইকেলসহ আটক হয় সমির।

তার স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুরের আন্ধারমানিক চর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় হালিমের লাশ উদ্ধার করে পুলিশ।

ওইদিনই হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ অপর আসামি রাজ্জাক, মফজেল ও বাতেনকে আটক করে।

তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ২২ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসামি বাতেন মারা যান। বাকি তিন আসামির মধ্যে মফজেল জামিন নিয়ে পলাতক রয়েছেন। অপর দুই আসামি সমির ও রাজ্জাকের উপস্থিতিতে বিচারক তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

মামলায় ৭জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবদুস সালাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা।

পূর্ববর্তী নিবন্ধহাওর এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার
পরবর্তী নিবন্ধবজ্রপাতে স্ত্রীর পর এবার আহত স্বামীর মৃত্যু