মসজিদে গিয়ে ইসলাম সম্পর্কে জানলেন ব্রিটেনবাসী

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে যুক্তরাজ্যে রোববার ১৫০ টিরও বেশি মসজিদ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের উদ্যোগে অসংখ্য ব্রিটিশ নাগরিক সাড়া দিয়ে ঘুরে আসেন মসজিদে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

টুইটারে এসম্পর্কিত অভিজ্ঞতার কথা বর্ণণা করেছেন মসজিদ পরিদর্শন করে আসা বিভিন্ন ধর্মের নাগরিকরা।

রোববার পুরো দিনভর #VisitMyMosque হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করতে দেখা যায়।

স্বামী এবং কন্যাকে নিয়ে ওকিংয়ের শাহ জাহান মসজিদে বেড়িয়ে আসার পর ‘সুন্দর’ বলে মন্তব্য করেন র‌্যাচেল এস্পোস্তি।

লেস্টারের এমকেএসআই মসজিদে হিজাব পরে দেখে ক্রিশ্চিনা এমেটের শিশুকন্যা। পরে এমেট টুইটে লিখেন ‘আমার কন্যা খুব সুন্দর একটি হিজাব পরে দেখেছে’।

লিডসে আলী আসলাম তার শিশুপুত্রকে প্রথমবারের মত মসজিদ দেখাতে নিয়ে যান। আলী তার টুইটারবার্তায় লেখেন, তিনি যেই এলাকায় বেড়ে উঠেছেন সেখানেই সড়কের শেষপ্রান্তে ছিল এই মক্কা মসজিদটি। মসজিদের ভেতরের সুন্দর কারুকার্যের ছবি তিনি টুইটারে শেয়ার করেন।

বোল্টনের জাকারিয়া জামে মসজিদ পরিদর্শনের পর এলিজাবেথ কস্টেলো বলেন, তিনি সেখানে গিয়ে গর্বিত এবং নতুন একজন বন্ধুও হয়েছে তার। ‘আব্রাহাম খুবই দারুণ একজন মানুষ। সে আমাদের অনেক সময় নিয়ে মসজিদ ঘুরে দেখিয়েছে, নামাজের সময় জানিয়েছে, মৃতদেহ ধোয়ার ব্যবস্থা সম্পর্কে বলেছে। আমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছি।’ বিবিসিকে বলেন তিনি।

লেস্টারের হোম ফার্মে পুলিশ সদস্যরা মসজিদ ঘুরে দেখেন। পরে পুলিশ সদস্যের হাস্যোজ্বল ছবি পোস্ট করা হয় স্থানীয় পুলিশ বিভাগের টুইটার অ্যাকাউন্ট থেকে।

পূর্ববর্তী নিবন্ধফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই
পরবর্তী নিবন্ধ বৈঠকে বসেছে সার্চ কমিটি