ভারতীয় দলে আনা হচ্ছে রবি শাস্ত্রীকে

পপুলার২৪নিউজ ডেস্ক:
কিছুদিন আগে পদত্যাগ করেছেন ভারতের ক্রিকেট দলের কোচ অনিল কুম্বলে। কোহলির সঙ্গে দ্বন্দ্বের জেরে কুম্বলে পদত্যাগ করে বলে অনেকের ধারণা।

তবে দ্বন্দ্বের আগেই কুম্বলেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কোচের পদের জন্য আবেদন চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ত্রিকেট দলের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেবাগ, শ্রীলঙ্কার সাবেক কোচ টম মুডি ও বাংলাদেশ দলের সাবেক কোচ রিচার্ড পাইবাস, ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত ও ডোড্ডা গণেশসহ অনেকেই কোচ হবার আবেদন করেছেন।

তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলির পছন্দ নাকি রবি শাস্ত্রীকে। কিন্তু রবি শাস্ত্রী কোচ হবার আবেদনই করেনি।

তাই আবেদনের জন্য নতুন করে বিজ্ঞাপন দেয়া হচ্ছে। রবি শাস্ত্রী আবেদন করুক সেটিই চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নতুন করে কোচের পদে আবেদন করার জন্য ৭ থেকে ১০ দিন সময় দেবে ভারতীয় বোর্ড। শাস্ত্রী যদি এর মধ্যে আবেদন করেন তাহলে কোহলিদের পরবর্তী কোচ হিসেবে সাবেক এই অলরাউন্ডারকে দেখার সম্ভাবনা বেশি।

এর আগে ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শাস্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধচীনাদের ভিসা দেয়ায় কঠোর হচ্ছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধকোটিপতি থেকে তিনি এখন ‘বেকার’