ব্যাংকিং ও আর্থিক খাতের শেয়ারের দর কমলেও জ্বালানি ওষুধ ও প্রকৌশলি ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

 

পপুলার২৪নিউজ,ফিরোজ মিয়া:

দেশের পুঁজিবাজার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বড় ধরনের উত্থান হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ ব্যাংকিং ও আর্থিক খাতের শেয়ারের দর কমলেও পুঁজিবাজারের মূল্য সূচকের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওষুধ, প্রকৌশলি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলো।আজ ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংকগুলোর মধ্যে দরপতন হয়েছে ১৯টি প্রতিষ্ঠানের বেড়েছে ৬টির। আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৩টির দরপতন হয়েছে এবং ৮টির দাম বেড়েছে। অপরদিকে মূল্য সূচক ঊর্ধ্বমুখী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রকৌশলি খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি শেয়ারের দাম বেড়েছে। আর শেয়ার দাম কমেছে ৮টির। জ্বালানি খাতের ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ২টির। ওষুধ খাতের ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টির দাম বেড়েছে এবং কমেছে ৭টির। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকা। আগের দিন রোববার লেনদেন হয় ৭৪১ কোটি ৬ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ২২ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফিন্যান্সের শেয়ার। কোম্পানির ৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৩৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। লেনদেনে এরপর রয়েছে, আইডিএলসি, স্কয়ার ফার্মা, এসিআই, আরএসআরএম স্টিল, নাভানা সিএনজি, রিজেন্ট টেক্সটাইল এবং ডরিন পাওয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৯১ পয়েন্টে। বাজারটিতে ৬৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদন হয়েছে। লেনদেন হওয়া ২৪৪টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

পূর্ববর্তী নিবন্ধআতিয়া মহল থেকে সেই দুই জঙ্গির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচলচ্চিত্রে ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না : মন্ত্রিসভার বৈঠকে