বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

পপুলার২৪নিউজ ডেস্ক:
“সকলে মিলে বৃক্ষ রোপন করি, সূখী-সমৃদ্ধ স্বদেশ গড়ি” -এই স্লোগানকে সামনে রেখে গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে দেশজুড়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৫ জুলাই ২০১৭, ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব আব্দুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, হেড অফিস কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাওসার, বনানী শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ওবায়দুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মোঃ জহুরুল হক সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চট্টগ্রাম বিশ^বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপনের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানসহ সারা দেশে প্রায় ৪০ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের শাখা সমুহের মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের পাশাাপাশি গ্রাহকবৃন্দের মাঝে এসব গাছের চারা রোপন ও বিতরন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআগামী বছর ঢাকায় জলাবদ্ধতা থাকবে না : মোশাররফ হো‌সেন
পরবর্তী নিবন্ধমুশফিক খেলবে না শুনে ধাক্কা খেয়েছি: বরিশাল বুলস মালিক