বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের এই মোনাজাত রোববার বেলা সকাল সাড়ে ১০টা ২০ মিনিটের দিকে শুরু হয়।

সকাল সাড়ে ১০টা ২২ মিনিটে শুরু হয়। তা পরিচালনা করবেন তাবলিগের অন্যতম শীর্ষ মুরব্বি কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহম্মদ জোবায়ের।

এদিকে সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য সমবেত হচ্ছেন। শীত উপেক্ষা করে তুরাগ তীরে এখন লাখো মুসল্লি। ইবাদাত বন্দেগির মধ্য দিয়ে সময় পার করছেন তারা। ফজর নামাজ শেষে চলছে আম বয়ান।

সকাল থেকেই ট্রেন, বাস ও পায়ে হেটে ইজতেমা প্রাঙ্গণের পাথে রয়েছেন মুসল্লিরা।

মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই এ আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। আখেরি মোনাজাতে ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন বলে আয়োজকদের ধারণা। তবে আখেরি মোনাজাতের আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান।

গত ১২ জানুয়ারি শুরু হয় ইজতেমার প্রথম পর্ব, শেষ হয় ১৪ জানুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধআখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা
পরবর্তী নিবন্ধবাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে শ্রীলংকা